কোরবানির ঈদে মানুষের চলাচল শিথিল হচ্ছে। আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত কিছুটা শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ। তবে এই আটদিন অভ্যন্তরীণ ফ্লাইট সবার জন্য চালু থাকবে নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর।
এই কঠোর বিধিনিষেধে শুধু আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা শর্তসাপেক্ষে চলাচল করতে পারছেন।
সোমবার (১২ জুলাই) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
বিমানের সব কাজ পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মূলত প্রজ্ঞাপনের দিকে চেয়ে আছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) জনেন্দ্র নাথ সরকার সংবাদমাধ্যমকে বলেন, ১৫ জুলাই থেকে ২২ পর্যন্ত কিভাবে বিমান পরিচালনা করা হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রজ্ঞাপন জারির পরই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রজ্ঞাপনে যেভাবে নির্দেশনা আসবে সেভাবেই আমরা সব ফ্লাইট পরিচালনা করব।