মিজানুর রহমান ॥ চাঁদপুর শহরতলীর গুরুত্বপূর্ণ একটি সড়ক পুরাণবাজার-দোকানঘর-রঘুনাথপুর ও ঢালীরঘাট রাস্তা। চাঁদপুর সেচ প্রকল্প বেড়ি বাঁধের উপর সড়কটি পাকাকরণ করা হয়েছিলো। বর্তমানে রাস্তাটি সড়ক ও জনপথ চাঁদপুর বিভাগের অধীনে। বছরের পর বছর চলে যাচ্ছে রাস্তাটি ঠিক করা হচ্ছে না। এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হয়ে পথে যাতায়াত করতে হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বেড়ি বাঁধের মাটি ক্ষয় হয়ে দুই তৃতীয়াংশ প্রশস্ততা কমে গেছে। রাস্তার দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় পাকা রাস্তা ভেঙ্গে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন অসংখ্য গাড়ি দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করছে। রঘুনাথপুর -ঢালীরঘাট এলাকায় ইট বালুর ব্যবসা গড়ে তোলায় ট্রাক্টর যন্ত্রের বেপরোয়া চলাচলে রাস্তার পরিণতি আরও করুণ। এলাকাবাসী জানায়, পুরাণবাজার ব্যবসা কেন্দ্র থেকে পণ্য আনা নেয়ার রুট হিসেবে এ রাস্তা ব্যবহৃত হয়ে আসছে। এ পথে ফরিদগঞ্জ-রামপুর-রামগঞ্জ আসা-যাওয়া সহজ। কিন্তু রাস্তার বেহাল দশায় অনেক সময় মালামাল নিয়ে যানবাহন ভাঙ্গা রাস্তায় বিকল হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন, বালিয়া ও বাগাদী ইউনিয়নবাসীকে পোহাতে হয় দুর্ভোগ। এলাকাবাসী বলছে কয়েক বছর যাবৎ শুনে আসছে রাস্তা ঠিক করা হবে। কিন্তু তা হচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগ থেকে রাস্তা সংস্কারে টেন্ডারও নাকি হয়েছে। অথচ এখনো কাজ শুরু হয়নি। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এবং সড়ক ও জনপথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।