চাঁদপুর প্রতিনিধি ১২.০৬.২০২০
চাঁদপুরে করোনায় মৃত্যুর মিছিল থামছে না। আক্রান্তরা ঠিকমত করোনা টেষ্ট করতে না পারায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মতলবে দক্ষিণে ৩ জন ও হাজীগঞ্জে ৭ জন, চাঁদপুর সদরে ৯ জন এবং ফরিদগঞ্জে ৩ জন, কচুয়ায় ২ জন মারা গেছেন। তাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।
শুক্রবার চাঁদপুর তরপুরচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ কাজী সকাল ১১টায় ইন্তেকাল করেন। বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সকাল ৮:৩০ মিঃ চাঁদপুর সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, ৬ নং কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মোল্লা ১২টায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
সকালে দুই ঘণ্টার ব্যবধানে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া তিনজন মারা গেছেন। কচুয়া গুণরাজদী গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭),গতকাল রাত সাড়ে ১১ টায় তিনি হাসপাতালে ভর্তি হন, সকাল সাড়ে ৮টায় মারা যান।
চাঁদপুর সদর হাসপাতাল সূত্র জানায়, সবাই করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মুক্তিযোদ্ধাসহ ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার দিবাকর (৫০), চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার মুক্তিযোদ্ধা রুহুল আমিন ( ৬৭) ও শহরের গুয়াখোলার বাসিন্দা জয়দল (৬৩) । বৃহস্পতিবার রাত ১১টায় আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে মারা যান হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউড়া সর্দার বাড়ীর বাসিন্দা আব্দুল মোমেন(৫৮),হাটিলা টঙ্গীর পাড়-পূর্ব হাটিলা-ব্যাপারী বাড়ির হাফেজ কাজী আঃ আউয়াল গতকাল রাত ১০ টার সময় করোণা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন।
করোনা উপসর্গে মারা যাওয়া বিএনপি নেতা আবদুল আউয়ালের বাবা মো. আবুল বাসার (৭৫) শুক্রবার সকাল সোয়া ৯টায় মারা গেছেন। ছেলে আবদুল আউয়ালের মৃত্যু পর তার বাবার জ্বর, কাশি ও শ্বাস কষ্ট দেখা দেয়।
চাঁদপুর সদর উপজেলা ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ কাজী ঢাকার একটি হাসপাতালে শুক্রবার বেলা ১১টায় মারা যান। তিনি করোনার উপসর্গ নিয়ে ঢাকা গ্রীন লাইফ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন খান (৫৫) বিকেল সাড়ে ৪টায় মারা গেছেন। তিনি গত ৮/১০দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে ঢাকা নেওয়ার পথে মতলব নন্দলালপুর এলাকায় মারা যায়। এদিকে তারই চাচা হাবিব খান(৬৫) তার মৃত্যুর ২ঘণ্টা আগে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা গেছেন। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বেলা দেড়টায় তিনি মারা যান। সদর হাসপাতালে আরএমও ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনার উপসর্গ লক্ষ্য করায় তাকে সদর হাসপাতালে ভর্তির করা হয়। চাঁদপুর আদর্শ মুসলিম পাড়ার কৃতি সন্তান আতিকুর রহমান মন্জু ইন্তেকাল করেছেন।
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবুল হোসেন(৬৭) নামের এক মুক্তিযোদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ভোর ৪টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে মারা যায়। আবুল হোসেনকে চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার(৪ জুন) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ বিকেল ৪টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে উত্তর উপাদী প্রধানীয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে খাদেরগাঁও ইউনয়নের অহিদুজ্জামান খন্দকার(৭০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা সকাল ৮ টায় মারা যায়।
প্রশাসনের উপস্থিতিতে দাফন- কাফন টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।এ সময় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ পৌরসভার বলাখাল ২নং ওয়ার্ডে বাসিন্দা নুরুল আমিন (৪৮) চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসেলোশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত ৯টায় তার মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে তিনি বুধবার দুপুরে চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা য়েছিল। উপজেলার কাঠালি বেপারী বাড়ীর শামসুল হকও করোনা উপসর্গনি মৃত্যু বরণ করেন। রাত সাড়ে ১১ টায় মারা যান পৌরসভার রান্ধুনিমুড়ার আবিদ মিয়া মারা যান।
ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট হাই স্কুলের ২০০২ব্যাচের মেধাবী ছাত্র মেরিন ইন্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম (৩২)করোনা উপসর্গে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান। তাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে ভর্তি হন। দুপুর আড়াইটার দিকে মারা যান।
আজ,
বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দরাত ১০:৪৫
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।