চাঁদপুর প্রতিনিধি ৬ আগষ্ট ২০২০
চাঁদপুর শহরের অগি-গলিতে পানি থই থই করে। পুরারণবাজারেরও একই অবস্থা। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে পুরাণবাজার শহররক্ষা বাঁধ উপচে গিয়ে রাস্তার উপর গড়িয়ে পড়ে জোয়ারের পানি। আতঙ্কিত হয়ে পড়ে নিম্নাঞ্চলের নদীপাড় সংলগ্ন মানুষজন। তাদের মাঝে দেখা দেয় পুনরায় ভাঙ্গন আতঙ্ক। ৫ আগস্ট বিকেলে এ পরিস্থিতি পরিলক্ষিত হয়। বিকেলের দিকে মেঘনা নদীতে দেখা দেয় প্রচন্ড-স্রোত, বৃদ্ধি পায় নদীর পানি। বেড়ে যায় নদীর ঢেউ। ঢেউয়ের তোড়ে রাস্তার উপর নদীর পানি গড়িয়ে পড়ে। গড়িয়ে পড়া পানি নিমিষে ঢুকে পড়ে নিম্নাঞ্চলে বসবাসরত মানুষজনের ঘর-বাড়িতে। তাদের কেউ কেউ নিরাপত্তার কথা ভেবে জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পুরাণবাজারের হরিসভা রোড, রণাগোয়াল, মধ্য শ্রীরামদী, দাসপাড়া, নিতাইগঞ্জের বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। এছাড়া নদীসংলগ্ন মাছবাজার, বাতাসাপট্টি, ডালপট্টি, চালপট্টি, আড়তপট্টির ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়ে। হঠাৎ এমন পানি বৃদ্ধিতে ব্যবসায়ীগণ তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে হিমশিম খেতে হয়। তবে পানির তোড়জোড় বেশি পরিলক্ষিত হয় পুরাণবাজারের ম্যারকাটিজ রোড, রয়েজ রোড, কলেজ রোড এলাকার রাস্তাসমূহে। এ স্থানে থাকা বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানও পানিতে নিমজ্জিত হয়। তবে রাত ৮টার পর থেকে ধীরে ধীরে পানি কমতে দেখা যায়।
পুরাণবাজারের শহররক্ষা বাঁধের পরিস্থিতি অবলোকন করতে ছুটে আসেন পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের কর্মকর্তাগণ। ছুটে আসেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমনি পরিস্থিতিতে পুরাণবাজার হরিসভা এলাকার বাঁধসংলগ্ন স্থানে দেখা দেয় উৎসুক জনতার ভিড়। পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে উৎসুক জনতাকে নিরাপদ স্থানে সরিয়ে রাখতে চেষ্টা করেন। হঠাৎ শহরে পানি বৃদ্ধিতে অনেকেই এ ঘটনাকে বন্যার পূর্বাভাস বলে মনে করছেন। তবে ঝুঁকিতে থাকায় পুরাণবাজার শহররক্ষা বাঁধ রক্ষায়, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন নদীভাঙ্গন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
আজ,
শনিবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দসকাল ১১:১৯
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।