কচুয়ায় উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৭ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার গুলবাহার আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন, কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,গুলবাহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হামিদ খান,প্রবাসী মারুফ হোসেন,ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন খান নিলয়,মহিদুল ইসলাম ও রাজন খান প্রমুখ