চাঁদপুরের কচুয়ায় ইসলামি এজেন্ট ব্যাংকের চুরি যাওয়া ৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত এক নারীসহ আরও দুইজনকে আটক করা হয়েছে।
এর আগে গত সোমবার (৭ জুন) রাতে কচুয়া উপজেলার ডুমুরিয়া বাজার ইসলামী এজেন্ট ব্যাংক শাখা থেকে ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা চুরি হয়।
এর ঘটনার পর থানায় অভিযোগ দেওয়া হলে চাঁদপুর ও কুমিল্লা জেলা সিআইডি এবং থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। পরে মঙ্গলবার (৮ জুন) অভিযান চালিয়ে ৭ লাখ টাকাসহ ৩ জনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (৩৪), মাহবুব আলম (৩৫) এবং সুলতানা রাজিয়া (৩৬)। এদের মধ্যে প্রথম দুইজন ওই এজেন্ট ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া সুলতানা রাজিয়া নামে যে নারী তাদের সঙ্গে আটক করা হয়েছে তিনি আব্দুল্লাহ আল মামুনের বোন। চুরি যাওয়া টাকাগুলো এই নারীর বাসায় নিয়ে যাওয়া হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, মোট চুরি যাওয়া টাকার মধ্যে ৭ লাখ টাকা উদ্ধার হলেও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, থানায় অভিযোগ পাওয়ার মাত্র একদিনের মাথায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আসামিসহ টাকাগুলো উদ্ধার করেছে।
প্রসঙ্গত, গত ৭ জুন রাতে ওই এজেন্ট ব্যাংক শাখার পেছনের জানালা ভেঙে এই টাকা চুরি করে সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও ক্যাশিয়ার মাহবুব আলম। এদিকে দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর পর তাদেরকে আদালতে পাঠানো হয়।