বিশেষ প্রতিনিধি:
বাঙ্গালীর প্রাণের উৎসব ১লা বৈশাখ, বাংলা বর্ষবরণ ১৪২৪ উপলক্ষে ‘নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে’ স্লোগানে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ মডেল কলেজে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানমালার ১ম পর্বে পান্তাভোজ, ২য় পর্বে দেশের উন্নয়ন, অগ্রগতি আর সমৃদ্ধি কামনায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং ৩য় পর্বে কলেজ শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথী শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃতি, অভিনয় ও স্বল্প দৈর্ঘ্যরে নাটিকা নিয়ে মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ম পর্বে, প্রধানমন্ত্রীর অনুরোধের প্রতি সম্মান জানিয়ে ইলিশ মাছ পরিহার করে রুই, চিংড়ি, কয়েক প্রকার ভর্তা, বেগুন ভাজার সমন্বয়ে পান্তাভোজ অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর আতিথেয়তায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) মো. শেখ ছাদেক, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, বাংলাদেশ আওয়ামীলীগ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন সহ অন্যান্য অতিথি বৃন্দ।
২য় পর্বে, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পশ্চিম বাজার বিশ্বরোড হয়ে পুনরায় কলেজহ প্রাঙ্গনে এসে শেষ হয়। অতিথী, শিক্ষক আর ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলার বৃহত্তম এ শোভাযাত্রায় কলেজের উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রতিটি বিভাগের কয়েক সহ¯্রাধিক শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগের ব্যানারে বৈশাখী পোশাকে সেজে ঢাক-ঢোল, রং বে রঙ্গর ফেস্টুন, বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবি, গ্রাম বাংলার ব্যবহৃত কুলা, কলস, সামাজিক আন্দলনের বিভিন্ন গণসচেতনতামূল স্লোগানের প্লেকার্ড, জীবন্ত ঘোড়া, সাউন্ড সিস্টেম ও বাদক দল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় শিক্ষার্থীদের কয়েক জন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান পোশাকে সেজে সহাবস্থানের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা পৌছানো এবং কয়েক শিক্ষাথী কৃষক, রাখাল ও সাঁপুরে সেজে গ্রাম বাংলা চিরায়ত রূপকে ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছে।
আয়োজনের ৩য় পর্বে ছিলো কলেজ মাঠে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্যে পালিত পহেলা বৈশাখের এ অনুষ্ঠানে বৈশাখী চেতনার গান, গ্রাম বাংলায় বহুর প্রচলিত বাউল সংগীত, নান্দনিক নৃত্যানুষ্ঠান, বচন শৈলীর কবিতা আবৃতি, মনোমুগ্ধকর অভিনয়, মজার মজার কৌতুক আর সামাজিক বার্তা বহনকারী নাটকের মাধ্যমে কলেজ শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথী শিল্পিরা অনুষ্ঠানে উপস্থিত অতিথী, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য দর্শকদের মুগ্ধ করে। পরিশেষে, নতুন বছরে প্রত্যেকের সুখ ও সমৃদ্ধি কামনায় দুপুর ১২.৩০টায় অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।