আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মির্জা শিউলি পারভীন বিজয়ী হয়েছেন। গতকাল রবিবার সারা দেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলাও পঞ্চম বারের মতো তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্র প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তি ভাবে অল্প কিছু ভোটার ভোট কেন্দ্র এসে তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। হাজীগঞ্জ উপজেলা মোট ৮৩ টি কেন্দ্র ভোটার সংখ্যা ২৩৯৬৯১ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৮৬২৭জন ভোটার। এর মধ্যে মির্জা শিউলি পারভীন (পদ্মফুল) প্রতিক নিয়ে ২৫৫০২ পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্ধন্ধি শিউলি আক্তার (ফুটবল) প্রতিক ৯৩১০ ভোট পেয়েছেন। এছাড়া ও অন্যন্য প্রার্থী (প্রজাপতি) প্রতিক ডা. মুক্তা আক্তার ২৯২৩ ভোট, খাদিজা বকাউল (বৈদ্যুৎতিক পাখা) ১১০ ভোট, মিসেস পারভীন ইসলাম (কলস) প্রতিক ১০৬ ভোট পেয়েছেন। ভোট বাদ পড়েছে ৬৭৬ ভোট। উলেখ্য যে উপজেলা চেয়ারম্যান পদে গাজী মাঈনুউদ্দিন ও ভাইস- চেয়ারম্যান পদে গোলাম ফারুক মুরাদ ইতি মধ্যে বিনাপ্রতিদ্বদ্বিতা নির্বাচিত হয়েছেন। তবে ইতিহাসের এই প্রথম হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হাস্যকার ভাবে শেষ হয়েছে।