চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দিকচাইল গ্রামের বেপারী বাড়ীতে ঘটনাটি ঘটেছে। গত শুক্রবার মেয়েটি অনশন শুরু করে রবিবার দুপুর পর্যন্ত তা অব্যাহত রয়েছে।
তবে এ ব্যাপারে ইউনিয়ন সদস্য মো. খোকা বলেন, সোমবার বিকালে ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ছেলেকে খবর দেওয়া হয়েছে ছেলে আসলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।
স্থানীয়রা গন্যমান্যব্যক্তিরা জানান, এ গ্রামের নয়ন ডালীর ছেলে নকিবুল হাছান এবং একই ইউনিয়নের পার্শবর্তী গ্রামের সোনাইমুড়ির শুকুর আলীর মেয়ে একই সঙ্গে বেলচো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রেমিক ঐ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র, প্রেমিকা ৮ শ্রেণির ছাত্রী। সেই সুবাদেই নাকিবুল হাছানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমিকা লিমা আক্তার সুইটি জানান, নকিবুল হাছান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিয়ের প্রতিশ্রুটি অনুযায়ী গত ২০ মার্চ শনিবার বিয়ে করবে বলে চট্টগ্রাম একটি আবাশিক হোটেলে উঠি। কিন্তু সে হোটেলে ৫ দিন থাকার পর আমাকে নিয়ে ঢাকায় আশে রকিবুল হাছান। সেখানে সু-কৌশলে নকিবুল হাছান তার মামা সুমনের সাথে ধরা দেয়।
লিমা আক্তার সুইটি বিষয়টি জানান নকিবুল হাছানের মামা আমাকে ঢাকা থেকে হাজীগঞ্জ এনে রেখে ছলে যায়। এতে বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে আমার সাথে নকিবুল হাছান প্রতারনা করছে। তাই প্রেমিকের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নেই। সেই মোতাবেক গত শুক্রবার লিমা আক্তার সুইটি প্রেমিক নকিবুল হাছান এর বাড়িতে গিয়ে অনশন করছি।
এদিকে প্রেমিকার অনশনের খবর পেয়েই নবিবুল হাছান আর বাড়ি ফিরে আসেনি এবং নকিবুল হাছানের মা নার্গিস বেগম বাড়ি থেকে পালিয়ে যান।
হাজীগঞ্জ ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোকা জানান, ছেলে ও মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি সমঝোতার চেষ্টা চলছে।
লিমা আক্তার সুইটি বড় বোন জানান দিকচাইল গ্রামের একটি চক্র, ছেলের পরিবারের থেকে মোটা অংকের টাকা নিয়ে বিষয়টি অন্য দিকে প্রবাহিত করার পায়তারা করছে।
প্রেমিকা সুইটির বড় বোন, লিপি আক্তার জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বোনকে হোটেলে রেখে ধর্ষণ করছে। হাজীগঞ্জ থানায় অভিযোগ করেছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমরা মেয়েটির বক্তব্য শুনেছি, ছেলেটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমরা মেয়েটির বক্তব্য শুনেছি, ছেলেটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।