হাজীগঞ্জ সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)।
স্থানীয় বাসিন্দা কামরুল হাাসন জানান, নিহতরা মোটরসাইকেলযোগে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। এ সময় বোগদাদ বাস তাদের ধাক্কা দেয়। তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় রিল্যাক্স ও বোগদাদ বাসের চালক প্রতিযোগিতা করছিলেন।
রিল্যাক্সের চালক ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করছিলেন। কিন্তু তাকে সাইড দিচ্ছিলেন না বোগদাদের চালক। দুই চালকের প্রতিযোগিতার সময় বোগদাদ বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা। দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ঘুরতে এসেছিলেন। অন্য মোটরসাইকেলের তিন আরোহী বেঁচে আছেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান, দুর্ঘটার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনারস্থলে গিয়ে দেখি তিনজনের মৃত দেহ পড়ে আছে। লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।