হাজীগঞ্জে ধর্ষনের ঘটনায় কিশোরী অন্তসত্ত্বার অভিযোগ
আমার কণ্ঠ রিপোর্ট (প্রতীকি ছবি)
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের মধ্য ধড্ডা গ্রামের বকাউল বাড়িতে ধর্ষনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করেছে থানা পুলিশ। ধর্ষনের ঘটনায় এক কিশোরী ৪ মাসের অন্তসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানিয়েছেন মধ্য ধড্ডা গ্রামের বকাউল বাড়িতে এক মেয়েকে বিভিন্ন সময় ধর্ষন করে বারেক বকাউলের ছেলে সামছু বকাউল। এতে ওই কিশোরী মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে মেয়েটি ৪ মাসের অন্তসত্ত্বা রয়েছে বলে মেয়ের পরিবারের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (৭ জুলাই) রাত ৯ টায় খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা মেয়েটির কাছ থেকে ঘটনায় সম্পর্কে বিস্তারিত যেনে ধর্ষনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়। পরে আটককৃত যুবককে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আটককৃত ব্যক্তি মৃত আ. ছাত্তারের ছেলে খলিল বকাউলকে ভুল তথ্যর ভিত্তিতে আটক করা হয় বলে পুলিশ জানায়। পরে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মুল আসামী বারেক বকাউলের ছেলে সামছু বকাউল। তাকে আটক করার জন্য পুলিশ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
থানা উপ-পরিদর্শক মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষিতায় মেয়েটি এবং ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করেছি। তবে তথ্য ভুল থাকার তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই জাকারিয়াকে পাঠানো হয়েছে। এমনকি ওই অন্তসত্ত্বা মেয়েটিসহ ১ জনকে আটক করে থানা আনা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রথমে অভিযোগ থাকলেও পরে তথ্য ঝাচাই করতে গিয়ে দেখি তার নাম সঠিক না। যার কারণে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ধর্ষনকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।