।মানুষের অবাধ চলাফেরা বন্ধে পুলিশের বিভিন্ন টিম পূর্ব বাজার মধ্য বাজার আর পশ্চিম বাজারে অবস্থানরত।যানবাহন চলাচল নেই বললেই চলে। ফার্মেসি আর মুদি দোকানে হাতেগোনা কয়েকজন মানুষের আনাগোনা লক্ষণীয় ছিল।প্রায় জনমানবশুণ্য হাজীগঞ্জ শহরকে মনে হয়েছে নিস্প্রাণ!
হাজীগঞ্জ বাজারের বিশ্বরোডে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রণির নেতৃত্বে অভিযানের অংশ হিসেবে হ্যান্ড মাইকে প্রচারণা ও কীটনাশক মিশ্রিত পানি ছিটানো হয়।এছাড়া হাজীগঞ্জ থানায় প্রবেশের আগে হাত ধোয়ার বেসিন আর হ্যাণ্ডওয়াস এর ব্যবস্থা অফিসার ইনচার্জ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, করোনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। যান চলাচল বন্ধ থাকার কারণে হাজীগঞ্জ বাজারে সাধারণ মানুষের চলাচল তেমন চোখে পড়েনি। থানার আওতায় প্রত্যেকটি হাট-বাজার, পাড়া-মহল্লায় এবং প্রবাসীদের বাড়িতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি।মানুষ সচেতন হলেই এই সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে।আমরা মানুষকে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য সতর্ক করছি।প্রবাস ফেরত বিভিন্ন এলাকার প্রবাসীদের ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছি।
আজ,
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দরাত ৩:৫৩
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।