চৌধুরী ইয়াছিন ইকরাম
কর্মেেত্র একজন বিদ্যুৎ কর্মী হিসেবে আমার পরিচিতি। তবে সমাজের একজন নাগরিক হিসেবে শুধু বিদ্যুৎ সেক্টরে নয়, সমাজের অন্যান্য সেক্টরেও কাজ করতে চাই। আপনাদেরসহ (সাংবাদিকদের) সকলের সহযোগিতা নিয়ে রাজনীতির মাধ্যমে আমি জনগণের সেবা করতে চাই। মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি হচ্ছে বড় মাধ্যম। আর রাজনীতিতে যখন ভালো মানুষেরা আসবেন তখনই রাজনীতি নিয়ে মানুষের যে নেতিবাচক ধারণা তা দূর হয়ে যাবে।’ এভাবেই নিজের পরিচয় এবং ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হাজীগঞ্জের কৃতী সন্তান, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
তিনি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসকাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি নিজেকে একজন ‘সাধারণ মানুষের কাতারের মানুষ’ উল্লেখ করে বলেন, ১৯৯৮ সাল থেকেই তো আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি নমিনেশন পাবো কি পাবো না, সেদিকে চিন্তা করে আমি কখনো কাজ করিনি। জনগণের জন্যে কিছু করার সুযোগ আছে বিধায় করে যাচ্ছি। এখন সেই করার পরিধিটা আরো বিস্তৃত আকারে করার ইচ্ছা পোষণ করছি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বৃহৎ একটি দল। এখানে যোগ্য নেতার অভাব নেই। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে আমি প্রতিহিংসা করি না এবং এতে বিশ্বাসীও নই। বাংলাদেশ আওয়ামী লীগের কান্ডারী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যোগ্যতার বিচার করবেন তিনি। তিনি যাকে মনোনয়ন দেবেন তিনিই নির্বাচন করবেন। বিদ্যুৎ সেক্টরের নানা উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে চাঁদপুর জেলার সকলের ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। আর লোডশেডিং যাতে না হয় সে জন্যে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে উন্নততর করা হচ্ছে।
চাঁদপুর প্রেসকাবের সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, সাংবাদিক পার্থনাথ চক্রবর্তী, আলম পলাশ, ফারুক আহমেদ, এএইচএম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, আঃ লতিফ, কাদের পলাশ ও রিয়াদ ফেরদৌস।
প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রত্যেক সাংবাদিককে উন্নতমানের একটি করে প্যানড্রাইভ ও কলম উপহার দেন।
হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ২৮ সেপ্টেম্বর
হাজীগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি, মোঃ কামাল হোসেন,০১৭১৬০৮৫৯৭৪(২০.৯.১৭)
হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের (বলাখাল) কাউন্সিলর পদের উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল আলম এ প্রতীক বরাদ্দ দেন। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাসেম।
নির্বাচনে কাউন্সিলর পদে কাজী মামুনুর রশিদ মাসুদ (উট পাখি), সাংবাদিক হাবীবুর রহমান (ডালিম), ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাজের লিটন ভূঁইয়া (পাঞ্জাবী), পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের আদনান (টেবিল ল্যাম্প) ও মোঃ শাহজাহান (সাজু) মোল্লা (বস্ন্যাক বোর্ড) প্রতীক পেয়েছেন।
আসছে ২৮ সেপ্টেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে মোট ২ কেন্দ্রে ৪ হাজার ২শ’ ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, এ ওয়ার্ডের কাউন্সিলর হোসেন মোঃ জামাল ক্যান্সারজনিত কারণে মৃত্যু বরণ করলে ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।