মানিক দাস, চাঁদপুর ॥
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোঃ শামছুল হক ভূঁইয়া। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিতে গেলে তার আদর্শে কাজ করতে গিয়ে গর্ববোধ করি। শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের নির্যাতিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শে যদি আমরা স্ব স্ব স্থানে থেকে কাজ করি তাহলে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে পারবো। তিনি আরো বলেন, আমরা জাতির পিতার নীতি ও আদর্শ অনুসরণ করে কাজ করি তাহলে শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তোমরা যারা শিশু রয়েছ তোমাদের মতো শিশুদেরকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার অনেক স্বপ্ন দেখতেন। অন্যান্য বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে এক শ্রেণীর মানুষ এতো দিন ভুল শিক্ষা দিয়েছে। আজ বঙ্গবন্ধু সম্পর্কে প্রজন্ম সঠিক ইতিহাস জানতে শিখেছে। তারা আরো বলেন, বঙ্গবন্ধু বাংলার মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। সমুদ্রের গভিরতা মাপা যায়, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানুষের প্রতি ভালোবাসা মাপা সম্ভব নয়। ব্যক্তি মুজিবকে হত্যা করা যায়, কিন্তু জাতির জনককে হত্যা করা যায়না। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তারা আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের ও জাতীয় সংগীতের জন্ম হতোনা। এসব ইতিহাস আমাদের প্রজন্মকে জানাতে হবে। আজকে যে শিশু তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্বে আসবে। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিকের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য সুজিত রায় নন্দী। মঞ্চে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম। উদ্বোধন শেষে চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃত্তি, দেশাত্ব বোধক সঙ্গিত, ছড়া গান, দেশাত্ববোধক নৃত্য, একক অভিনয়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।