মোঃ জামাল হোসেন ঃ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়ক শাহরাস্তি গেইটে দোয়াভাঙ্গা প্রতিনিয়ত যানজট থাকে। যানজট নিরসনের লক্ষ্যে গতকাল রাত ৮ টায় চাঁদপুর জেলা অটোটেম্পু, অটোরিক্সা ও সি.এন.জি মালিক সমিতির (রেজিঃ নং- ১৮৭৮) উদ্যোগে সি.এন.জি মালিক সমিতির প্রধান কার্যালয় হাজী তালুকদার সুপার মার্কেট মিলনায়তনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা অটোটেম্পু, অটোরিক্সা ও সি.এন.জি মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মামুনের পক্ষে উপ-পরিদর্শক (এস.আই) সমির চন্দ্র সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন, মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ বাহার উদ্দিন বাহার, শাহরাস্তি উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দ্বীন ইসলাম মেম্বার। আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আলী, দপ্তর সম্পাদক মোঃ রিপন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মইনুল হাছান সুমন, মোঃ আকবর হোসেন মৃধা সহ শাহরাস্তি উপজেলার অটো টেম্পু, অটো রিক্সা, সি.এন.জি মালিক সমিতি ও শাহরাস্তি শ্রমিক ইউনিয়নের সদস্য এবং লাইন ম্যান সহ সকল নেতৃবৃন্দ।
যৌথ সভায় বক্তারা বলেন, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তার কারণ এ সড়ক দিয়ে চাটখিল, নোয়াখালী, রামগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুরসহ বহু দূর দূরান্তগামী যান বাহন চলাচল করে থাকে। উক্ত কারণে যানজট সবসময় লেগেই থাকে।