চাঁদপুরের শাহরাস্তিতে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
২৯ জুন মঙ্গলবার সকালে মাদকসহ আটক ফারুককে (৩৬) ও আগেরদিন সকালে মাদক সেবনের দায়ে অভিযুক্ত মোঃ শরিফুল ইসলাম (১৯) এবং মোঃ রাসেলকে (১৮) কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার মেহের স্টেশনের পশ্চিমে করবা এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদি গ্রামের মৃতঃ ইউনুসের পুত্র ফারুককে আটক করে।
এর আগের রাতে মাদক সেবনের দায়ে পৌরসভার সাহাপুর গ্রামের জসিম উদ্দিনের দোকান সামনে হতে ওই গ্রামের মোঃ আমান উল্লাহর পুত্র মোঃ শরিফুল ইসলাম ও বিল্লাল হোসেনের পুত্র মোঃ রাসেলকে আটক করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, পৃথক মামলায় আটককৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।