শাহরাস্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। ২৬ মে বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের এ উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন।
উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর দায়দিঘীর পাড় হতে বিজয়পুর বাজার পর্যন্ত খাল সংস্কার কাজ পরিদর্শন এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ সবুজ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হানিফ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার লোকজন।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাদরাসাতুন নববী খামপাড় মাদ্রাসা পরিদর্শন করেন।