চাঁদপুরের শাহরাস্তিতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই দিনে ৪৮ টি নমুনার বিপরীতে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শতকরা ৫৬ ভাগ। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ শ’ ৭৫ জন।
জানা যায়, শনিবার ১৭ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে মারা যায় টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের বড় মুন্সী বাড়ির রবিউল হোসেনের পুত্র ইউনিয়ন শ্রমিক লীগ নেতা লিটন মুন্সী (৩০) মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে হাসপাতালের জরুরী বিভাগে মৃত্যু হয় পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃতঃ ছায়েদ আলীর পুত্র মোঃ আঃ কাদেরের (৪৭)।
হাসপাতাল সূত্রে জানা যায় মৃত ২ জনের করোনা পজেটিভ ছিল।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন টেস্ট (আরএটি) ল্যাবের টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম জানান, ১৭ জুলাই করোনার র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৮ টি নমুনার বিপরীতে ২৭ জনের করোনা পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, এ পর্যন্ত আরটি পিসিআর পরীক্ষার জন্য ২ হাজার ২ শ’ ৯০ জন ও র্যাপিড এন্টিজেন টেস্টের জন্য ৩ শ’ ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে আক্রান্ত হয়েছেন ৬ শ’ ৭৫ জন। সুস্থ্য হয়েছেন ৪ শ’ ৩৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২শ’৪০ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা ভর্তি রয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ্যে ১৪ জন মারা গেছেন।