ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান আইফেল টাওয়ার। এই টাওয়ারটি তৈরি হয়েছিলো ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে। ১৮৮৯ সালে গুস্তাভো আইফেল নির্মাণ করেছিলেন সুউচ্চ এই টাওয়ার, যা ১৯৪০ সাল পর্যন্ত ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার।
সূর্যাস্তের পর ১ হাজার ৫০ ফুট উচ্চতার টাওয়ারটি ২০ হাজার বাল্বের আলোয় যখন আলোকিত হয় তখন পুরো শহরের সৌন্দর্য যেন বেড়ে যায় কয়েকগুণ। টাওয়ারের মনোমুগ্ধকর এ সৌন্দর্য দেখতে সন্ধ্যার পরপরই তাই পর্যটকের ভিড় লেগে থাকে টাওয়ারের আশপাশের এলাকায়।
তবে, অবাক করা বিষয় হলো, ঘুরে দেখতে পারলেও, রাতে আইফেল টাওয়ারের সামনে ছবি তোলার ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। এক্ষেত্রে আগে থেকে নিতে হবে বাড়তি অনুমতি। নয়তো হতে পারে জেল-জরিমানাও।
রাতের আইফেল টাওয়ারের ছবি তোলার ক্ষেত্রে এমন কড়াকড়ির কারণ, দেশটির পাবলিক ডোমেইনে আলোকিত আইফেল টাওয়ারের মূল নকশাটির কপিরাইট সংরক্ষণ করা। আর তাই, দিনে বৈধ হলেও, রাতের আইফেল টাওয়ারের ছবি তোলা কার্যত বেআইনি।
তবে, ফ্রান্স সরকার এখনও আইনটি জোরালোভাবে কার্যকর না করলেও, ভবিষ্যতে যে কোনো পর্যটক পড়তে পারেন এর ফাঁদে।