জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মারা গেল আট মাসের শিশু সন্তান আবদুর রহমান। মায়ের অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, জীবননগর শহরের শাপলাকলিপাড়ার রুবেল হোসেনের স্ত্রী শান্তা খাতুন (২০) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার ৮ মাস বয়সি ছেলে আবদুর রহমানকে নিয়ে একটি অটো ভ্যানযোগে বাবার বাড়ি পুরাতন তেঁতুলিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ জনৈক হাতেম আলীর চাতালসংলগ্ন রাস্তায় ভ্যানের একটি চাকা খুলে ভ্যানটি বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় গৃহবধূ শান্তা ও তার ছেলে আবদুর রহমান সড়কে ছিটকে পড়ে যান। এতে আবদুর রহমান মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় পথচারীরা শিশু আবদুর রহমান ও মা শান্তা খাতুনকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে চিকিৎসক শিশু আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন। বর্তমানে গৃহবধূ শান্তার অবস্থা আশঙ্কাজনক।
জীবননগর থানার ওসি আবদুল খালেক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।