মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তরে লাইসেন্সবীহিন করাত কলের আগ্রাসন। বিভিন্ন গ্রাম ও হাটবাজারে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স’মিল। কর্তৃপরে কোনো অনুমতি বা লাইসেন্স ব্যতীত এসব স’মিলে ওষুধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রতিদিন চেড়ানো হচ্ছে। উপজেলা বনবিভাগের তথ্যমতে, উপজেলায় ৪৭টি স’মিল রয়েছে।
এরমধ্যে ১০টি স’মিলের অনুমতিপত্র রয়েছে। বাকীদের কোনপ্রকার অনুমতি পত্র নেই। মতলব উত্তরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশেষ করে সটাকী বাজার, সুজাতপুর বাজার, গজরা বাজার, বাগানবাড়ি বাজার, ব্রাহ্মণচক, ছেঙ্গারচর বাজার, রসুলপুর, নবুরকান্দি, লুধুয়া নয়াকান্দি, মান্দারতলী গ্রামসহ বোরোচরে আরও ১০টি এলাকা ঘুরে দেখা গেছে, অবৈধভাবে গড়ে ওঠা এসব স’মিলে নেই পরিবেশ ছাড়পত্র কিংবা উপজেলা কর্তৃপরে দেওয়া লাইসেন্স।
এসব স’মিলে ওষুধি গাছ ও বজ্রপাত প্রতিরোধকারী তালগাছ দেদার কেটে চেড়াই কার হচ্ছে। রাস্তার পাশঘেঁষে গড়ে ওঠা এসব স’মিলের বড় বড় গাছের গুড়ি রাস্তার দু’পাশে ফেলে রেখে রাখায় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
অনুমতিবিহীন এসব স’মিলে সরকারি চোরাইকাঠ, পরিবেশবান্ধব তাল ও খেজুরগাছ নির্বিচারে কেটে কাঠ এবং লাকড়ি করা হচ্ছে। এসব লাকড়ি গোপনে বিভিন্ন ইটভাটায় ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। মাঝেমধ্যে প্রশাসনের প থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও সেটি খুবই নগণ্য ও লোক দেখানো। ফলে দিন দিন অনুমতিবিহীন স’মিল বেড়েই চলছে। আগে বিভিন্ন বাজারে এসব থাকলেও তদারকির অভাবে এখন পাড়া মহল্লায় এবং যত্রতত্র গড়ে উঠছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. শহিদুল ইসলাম বলেন, উপজেলায় যেসব স’মিল লাইসেন্স ও কাগজপত্র নেই সেগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শাহরাস্তিতে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংসদের মতবিনিময়
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ শাহরাস্তিতে স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী,নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরিকল্পণা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সাথে উপজেলা পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বন্ধু ভট্টাচার্য্য, উপজেলা প্রাথমিক শিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোকন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী, মনোয়ার হোসেন মিঞা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নিখিল মজুমদার, সঞ্জিত সরকার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত দাস, মেহের কালিবাড়ি মন্দিরের সভাপতি রনজিৎ দে প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ বলেন, উপজেলার সবকটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের ব্যবস্থা নেয়া হয়েছে। সেজন্য উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আইন শৃংখলা বাহিনী সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে। কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংসদ উপজেলার ১৪টি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দর হাতে আর্থিক অনুদান তুলে দেন।