মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেছেন, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হলে শারীরিক ও মানসিকভাবে মেধা বিকশিত হয়। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম আলেকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন ও ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক সারোয়ার সরকার লিখন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিউ হোস্টেল একাদশের সদস্য খালেকুজ্জামান সাব্বির, মেহেদী হাসান রিফাত, জানিবুল হাসান সাকিব, সাইফ হাসান সোহান, জুনায়েত আবির শুভ, আমিনুল ইসলাম সাব্বির, খান মো. অনিক, রাকিবুল ইসলাম রাফিম ও মোল্লা রাসেল।