ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিতে পারে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে। সোমবার (১৪ জুন) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে, যা বুধবার বেড়ে যেতে পারে।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কক্সবাজার ও বান্দরবন জেলাসমূহ এবং তৎসংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে এই সময়ে এ অঞ্চলের ভারী বৃষ্টির কারণে নদীর পানির পরিমাণ দ্রুত বেড়ে গিয়ে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীতে ১০১ পয়েন্টের মধ্যে সোমবার পানির পরিমাণ বেড়েছে ৫৩টিতে। এছাড়া পানির পরিমাণ কমেছে ৪৩টিতে। অপরিবর্তিত আছে ৪টি পয়েন্টের পানি।