ফরিদগঞ্জের সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপির সহযোগিতায় বরাদ্দকৃত ঐতিহ্যবাহী বালিথুবা সামছুলিয়া অদুদীয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
৩০ জুন বুধবার সকালে নাম ফলক উন্মোচন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সাংসদ মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে উক্ত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা আ’লীগ নেতা ও ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জিএম হাছান তাবাচ্ছুম।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ, মাদ্রাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান, ২ নং বালিথুবা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন কালে,সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ও কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানান।