ফরিদগঞ্জে প্রেমিকের আত্মহত্যার সংবাদ শুনে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার বারপাইকা ও হর্ণিদুর্গাপুর গ্রামে রোববার রাতে ও সোমবার দুপুরে ঘটনা দুইটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান আত্মহননকারী যুবক-যুবতী প্রেমিক-প্রেমিকা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের মিয়াজী বাড়ির কাদর আলীর ছেলে শাকিল(২২) রোববার রাতে পার্শবর্তী বাড়ির একটি আম গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করার পর ময়না তদন্ত সম্পন্ন করার পর সোমবার বিকালে তার লাশ দাফন করা হয়। এব্যাপারে শাকিলের ভাই এমরান হোসেন বাদী হয়ে সোমবার সকালে একটি অপমৃত্যু মামলা করেছে।
অপরদিকে, সোমবার দুপুরে ১৪ নং হর্ণিদূর্গাপুর গ্রামের ভুঁইয়া বাড়ির মনু মিয়া ভুঁইয়ার মেয়ে আছিয়া আক্তার মুক্তা(১৭) সোমবার দুপুরে তাদের বসতঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এব্যাপারেও অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পৃথক দুইটি আত্মহত্যার কারন সম্পর্কে লাশ উদ্ধারকারী ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, যুবক-যুবতীদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিনা তা উভয় পরিবারের কেহ স্পষ্ট করে কিছু বলছে না। এব্যাপারে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে আত্মহননকারী উভয়ের মধ্যে প্রেমের গভীর সম্পর্ক থাকার কারনে আত্মহত্যা করেছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, প্রথম ঘটনায় অপমৃত্যু মামলা রুজ্জু হয়েছে। দ্বিতীয় ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়ে আমাদের জানা নেই।
আজ,
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দরাত ১২:১৪
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।