চাঁদপুরের ফরিদগঞ্জে নাতনিকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নানা গুরুতর আহত হয়েছে।
১৩ জুলাই মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর ভাঙ্গা বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুর- রায়পুর আঞ্চলিক সড়কের রায়পুর গামী বেপোরোয়া গতিতে আসা একটি চাল ভর্তি ট্রাক (যশোর-ট ১১-২১৮৪) নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজি আরোহী মোঃ ছালে আহম্মেদ (৬৮) গুরুতর আহত হয়।
তিনি তার নাতনি হাবিবা আক্তারকে চিকিৎসার জন্য চাঁদপুরে ডাক্তারের কাছে নেওয়ার পথি মধ্যে এ দুর্ঘটনার স্বীকার হন। এই ঘটনার পর ট্রাকে চালক পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা আহতবস্থায় ছালে আহাম্মেদকে উদ্বার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএজি ও ট্রাকটি উদ্বার করে থানায় নিয়ে আসে এবং আইনি বিষটি পক্রিয়াদিন রয়েছে।