৩০ সেপ্টেম্বর ২০২১,
পাকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নেবে ভারত। এ জন্য তিন সদস্যের একটি দল পাঠাচ্ছে নয়াদিল্লি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগামী ৩ অক্টোবর থেকে পাকিস্তানের নওশেরা জেলার পাব্বি’তে হতে যাচ্ছে পাব্বি এন্টি-টেরর এক্সারসাইজ ২০২১। এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবিরোধী কার্যকলাপের পারস্পরিক সহযোগিতা সম্পর্কে আলোচনা চলবে। ভারত জানিয়েছে, এসসিও মহড়ায় অংশগ্রহণ করে পাকিস্তানের অবস্থান এবং সীমান্ত সন্ত্রাসবাদকে উৎসাহিত করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা বলবে তারা।
এ বছর মার্চে তাসখন্দে রিজিয়নাল এন্টি-টেররিস্ট স্ট্রাকচারের কাউন্সিলের এক বৈঠকের পর এই মহড়ার ঘোষণা দেওয়া হয়।
এসসিও’র প্রোটোকল অনুযায়ী ভারতসহ সব সদস্য দেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এতে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের কর্মকর্তারা যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।