মিজানুর রহমান রানা-
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমীর জাফরের নির্দেশে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর আহসান উল্লাহর দোকানের সামনে থেকে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মামুনুর রশিদ সরকারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চাঁদপুরের আন্ত:জেলা মাদক সম্রাট ও নারীলোভী চাঁদপুর বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে সোহেল খানকে ২শ’ পিচ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।
জানা যায়, ডিবি পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এসআই মামুন সরকার সোহেলকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পিছনে শরিফ মঞ্জিলে অভিযান চালিয়ে তারই বন্ধু খালেক মাঝির ছেলে মাদক সম্রাট জসিম মাঝির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরো ৫শ’ পিচ ইয়াবা উদ্ধার করে। পুলিশের টের পেয়ে জসিম মাঝি পালিয়ে যায়।
আটক সোহেল খান জানান, জসিম মাঝিসহ কুমিল্লা জেলার লক্ষ্মীপুর বড়–য়া এলাকার ওমর আলীর কাছ থেকে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা ক্রয় করে বিভিন্ন সময় এনে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এ ব্যাপারে আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ফরিদগঞ্জ ও চাঁদপুর থানায় মামলা হয়েছে।
ডিবির এসআই মামুন সরকার জানান, তাদের এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।