চাঁদপুর পলীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি জাকির হোসেন মিয়াজি
বিশেষ প্রতিবেদক \
বাংলাদেশ পলী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন চাঁদপুর পলীবিদ্যুৎ সমিতি ০১ এর নির্বাহী কমিটি গঠন করা হয়। গত ০৫ মার্চ সমিতির বিদ্যমান এলাকার পরিচালকগনের মধ্যে হতে বাপবিবোর্ড কর্তৃপ কর্তৃক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনিত করা হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী,শিানুরাগী, সমাজসেবক মো.জাকির হোসেন মিজি। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি ফারজানা সুলতানা,সচিব মো.সেলিম মিয়া, কোষাধ্য ইশরাত জাহান নির্বাচিত হয়েছেন। যাহা চাঁদপুর পলী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজারের কার্যালয় গত ০৬ মার্চ অনুমোদন করে নির্বাহী পরিচালক বাপবিবো ঢাকা, একান্ত সচিব ও চেয়ারম্যান এবং সমিতির ব্যবস্থাপনা বাপবিবো ঢাকা বরাবর অনুলিপির মাধ্যমে অবগত করা হয়েছে।
এ বিষয়ে নবনিযুক্ত চাঁদপুর পলী বিদ্যুৎ সমিতি এক এর সভাপতি মো. জাকির হোসেন মিজি বলেন, আমি ইতিপূর্বেও পলী বিদ্যুৎ সমিতির অঞ্চল ভিক্তিক সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছি। সেই অভিজ্ঞতার আলোকে চাঁদপুর পলী বিদ্যুৎ সমিতির কার্যক্রমকে আরো তরান্নিত করে গ্রাহক সেবার মানে অগ্রণী ভ‚মিকা পালন করবো। এর জন্য বোর্ড এর দায়িত্বরত কর্মকর্তা, বোর্ডে পরিচালক ও গ্রাহকবৃন্দের কাছে আমি সহযোগিতা কামনা করছি।