মানিক দাস//
চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২জন,মতলব উত্তরে ৬ জন,ফরিদগঞ্জের ২ জন, শাহরাস্তির ৬ জন,হাজীগঞ্জে ২ জন, হাইমচরে ৩ জন ও কচুয়ার ৪ জন রয়েছে।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩হাজার ৩শ ৬৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩ জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮জন। বাকীরা নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার দিনভর সারা জেলায় ১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৪ জন করোনায় আক্রান্তের রিপোট আসে। বাকী ১৩৪ জনের করোনা রিপোর্ট নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩হাজার ৩শ ৬৩ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১হাজার ৫শ ২৭ জন, ফরিদগঞ্জে ৩শ ৫৭ জন, মতলব দক্ষিণে ৩শ ৩২ জন, হাজীগঞ্জে ২শ ৯১ জন, শাহরাস্তিতে ২শ ৯৩ জন, মতলব উত্তরে ২শ ৫২ জন, হাইমচরে ১শ ৯১ জন ও কচুয়ায় ১শ ২০ জন।মৃতের সংখ্যা ৯৩ জন।