চট্টগ্রাম জেলা দলের কাছে ৩-০ গোলে হেরে বিদায় ফেনী জেলা
চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর স্টেডিয়াম অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শনিবারের ম্যাচে চট্টগ্রাম জেলা দলের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয় ফেনী জেলা ফুটবল দল । খেলায় ৩-১ গোলে ফেনীকে হারিয়ে চট্রগ্রাম জেলা দল কোয়ার্টার ফাইনালে পৌঁেছ যায়। বিকাল সোয়া ৪ টায় নির্ধারিত সময়ে রেফারীর বাঁশির সাথে শুরু হয় উভয় দলের টান টান উত্তেজনাকর ম্যাচটি। খেলার শুরু থেকেই এক দল অপর দলের দিকে আক্রমণ পাল্টা আক্রমন চালাতে থাকে।
চট্রগ্রাম জেলা দল ও ফেণী জেলা দলের খেলায় খেলোয়াড়রা তাদের প্রাধান্য বিস্তার করে খেলার চেষ্টা করে। খেলার প্রথমার্ধে চট্রগ্রাম জেলা দলের ডি বক্সের মধ্যে কিছুটা ফাঁকা জায়গায় বল পেয়ে ফেনী জেলা দলের ৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় রবিউল ইসলাম দলকে এগিয়ে নেয়। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর আক্রমণ আরো বাড়িয়ে দেয় চট্রগ্রাম।
২য় অর্ধের শুরুতে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে চট্রগ্রাম। ২য় অর্ধের শুরুতে চট্রগ্রামের ১০ নম্বর জার্সি পরিহিত ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিদারের রাইট আউটের একটি ক্রস থেকে হেড করে খেলায় সমতা আনে দলীয় অধিনায়ক ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউসুফ। খেলার মাঝামাঝি সময়ে পূনরায় চট্রগাম দলের ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে ২য় গোল করে ২-১ গোলে দলকে এগিয়ে নেয়। খেলার শেষ দিকে চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ৯ নম্বও জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে ৩য় গোল করে ব্য্বধান ৩-১ গোলে এগিয়ে নেয়। খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত ৩-১ গোলে ফেনীকে হারিয়ে চট্রগ্রাম জেলা দল কোয়ার্টার ফাইনালে পৌঁেছ যায়। আজকের রোববারের প্রথম কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহন করবে চাঁদপুর জেলা দল বনাম লক্ষিপুর জেলা ফুটবল দল।
চট্রগ্রাম দলে অংশ গ্রহন করে, তুয়ান,উত্তম,ফয়সাল,মিঠু,ইদোকা, সালাউদ্দিন,সাদ্দাম,দিদার, ইউসুফ, তপু, রোমান, মুন্না, মুরাদ, সুমন দে, ও সাকিব।
ফেনি জেলা দলে অংশ নেয় আকরামুল,আবু সুফিয়ান,সাইদুল ইসলাম,সৈকত ভৌমিক,ফয়েজ আহমেদ,মুক্তার আলী,ফখরুল হাছান,আপলাতুল আলামিন,দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম,জিয়াউল ইসলাম, কামরুল হাসান,আশিকুল আমিন, ইমতিয়াজ আহম্মেদ,মোঃ রায়হান উদ্দিন।