চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে রহস্যজনক অগ্নিকাণ্ডে অসহায় এক ব্যক্তির বসতঘরের সব কিছু পুড়ে গেলেও সম্পূর্ণ অক্ষত রয়েছে পবিত্র কোরআন মাজিদ। এই মহা গ্রন্থের একটি অক্ষরও আগুন স্পর্শ করেনি।
২৩ মে রোববার দিবাগত রাতে ইউনিয়নের রনবলিয়া গ্রামের মৃত সাদেকুর রহমান ঢালীর পুত্র মোঃ ফারুক হোসেন ঢালীর বসত ঘরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘরের যে স্থানটিতে আগুনের সূত্রপাত হয়েছে সে স্থানটিতে বিদ্যুৎ সংযোগ কিংবা গ্যাস সিলিন্ডার কোন কিছুই ছিলনা। তাহলে ষড়যন্ত্র করেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
এমন অগ্নিকাণ্ডে ঘরের সব পুড়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোরআন মাজিদ।
ফারুক হোসেন ঢালীসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কোরআন শরিফের চারদিকে কিছুটা ক্ষতি হলেও পুরো কোরআন মাজিদ অক্ষত অবস্থায় ছিলো। শুধু তাই নয়, কোরআন মাজিদের অক্ষরগুলো ও কোনো একটি শব্দ ও নষ্ট হয়নি এবং লেখা গুলোর কোনো ক্ষতি হয়নি। অক্ষত পাওয়া পবিত্র কোরআন মাজিদটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।