কাজী মাহবুুুবুল আলম উপ-সচিব পদে পদোন্নতি লাভ
মোঃ কামাল হোসেন
হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিাক ও ১৯৯৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত দেশের শ্রেষ্ঠ প্রধান শিক মরহুম কাজী বজলুল হকের ছোট ছেলে কাজী মাহবুবুল আলম নোয়াখালী জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্যট হিসেবে কর্মরত অবস্থায় উপ-সচিব পদে পদন্নোতি লাভ করেছেন। গত ২০ ফেব্র“য়ারী সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ পদন্নোতি দেয়া হয়। তার এ সাফল্যর খবর হাজীগঞ্জে ছড়িয়ে পড়লে আনন্দের বন্যা বয়ে যায়। হাজীগঞ্জবাসী মনে করেন বাসী মনে করেন যোগ্য পিতার যোগ্য সন্তান কাজী মাহবুবুল আলম। পিতার প্রেরণায় আজ প্রশাসনে কর্মরত অবস্থায় একের পর এক সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বাবার স্বপ্ন পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে কাজী মাহবুবুল আলম একদিন সচিব হিসেব পদন্নোতি পেয়ে হাজীগঞ্জ বাসীর মুখ উজ্জ্বল করবে। হাজীগঞ্জ বাসীও তার এ সাফল্য আনন্দিত।
কাজী মাহবুবুল আলম .২৪ তম বিসিএস প্রশাসন ক্যাডার উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে ২ জুলাই বাগেররহাট জেলা প্রশাসক কার্যালয় শিানবিশ ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যলয়ে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালে হতে ২০১১ সাল পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক কার্যলয়ে এসডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সিনিয়র সহকারি সচিব হিসেবে পদন্নোতি লাভ করে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা, লীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও চট্রগ্রাম জেলার বোয়াখালী উপজেলা অত্যান্ত সুনাম ও দতার সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যলয়ে অতিরিক্ত ম্যাজিষ্ট্রট হিসেবে দায়িত্ব্ পালনরত অবস্থায় গত ২০ ফেব্র“য়ারী বাংলাদেশে উপ- সচিব পদে পদন্নোতি লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এ কন্যা সন্তানের জনক।
মরহুম কাজী বজলুল হকে চার ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে অকাল মৃত্যু হয়। বড় ছেলে কাজী আনোয়ারুল হক হেলাল একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মেঝো ছেলে অতিরিক্ত সচিব হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মহপরিচালক হিসাবে অত্যান্ত দতা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন ও একমাত্র মেয়ে সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা সহযোগি অধ্যাপ হিসেবে কর্মরত রয়েছে, তার বড় ছেলের স্ত্রী অধ্যাপিকা ফাতেমা আকতার হাজীগঞ্জ মডেল কলেজে কর্মরত।