চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের (উপজেলা চেয়ারম্যান) গাড়ি চালক মো. হাফিজুর রহমান (৩৮) আর বেচেঁ নেই (ইন্নালি…..রাজিউন)।
তিনি ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধানমন্ডির রেনেঁসা হাসাতালে জন্ডিস ও কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে যান।
মরহুমের প্রথম জানাজা কচুয়া কর্মস্থল এলাকার উপজেলা পরিষদ মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এতে তার দীর্ঘদিনের সহকর্মী ও উপজেলা পরিষদ,প্রশাসন ও এলাকার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
অপর দিকে দ্বিতীয় দফা জানাযা শেষে মরহুমের নিজ এলাকা জামালপুর জেলার মাদারগঞ্জের চর পাকেরদেও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে গাড়ি চালক মো. হাফিজ মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কচুয়ার সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) মো. শাহজাহান শিশির,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী,সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নহার ভূঁইয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,উপজেলা সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া সহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ছেলে হাফিজ মিয়া ২০০৯ সালের দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারীর গাড়ির চালক হিসেবে কচুয়ায় আসেন। পরবর্তীতে তৎকালানীন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী তার আচরন ও কাজের দক্ষতায় সন্তুষ্ট হয়ে চাকরি সরকারিকরণ করে দেন।