জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের উদ্যোগে বে-সরকারী পর্যায়ে গৃহহীনদের জন্য ঘর নির্মান বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদের ই-সেন্টারে এ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, হতদরিদ্র গৃহহীনদের বাসস্থানের জন্য সরকারী পর্যায়ে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমরা হাজীগঞ্জ উপজেলার প্রকৃত গৃহহীনদের জন্য বে-সরকারী পর্যায়ে গৃহ নির্মান প্রকল্প শুরু করেছি। একজন মানুষের সমাজ ও দেশের প্রতি দায়িত্ব বোধ সবার আগে। এ দায়িত্ব পালন না করলে তাকে কেউ মনে রাখেনা । ইতিহাসে তাদের নাম লেখা হয় যারা মানবতার জন্য কাজ করে। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায়। শুধু ধন থাকলেই হবেনা। মানুষের মাঝে দান করার মনও থাকতে হবে। উপার্জিত টাকা পয়সা মানবতার সেবায় বিলিয়ে দিলেই মানুষ থাকে মনে রাখে। তাই সমাজের যারা বৃত্তবান রয়েছে গৃহহীন হতদরিদ্র মানুষদের বাসস্থানের জন্য তারাই এগিয়ে আসা উচিত। তাহলেই আশ্রয়হীন মানুষেরা একটু আশ্রয় খুজে পাবে।
তিনি আরো বলেন, এ উপজেলা যে সকল প্রকৃত খাস জমি রয়েছে তার তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপকে নির্দেশ দিচ্ছি। ওই খাস জমিগুলোতে এবং বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে ভূমি সংগ্রহ করে গৃহহীনদের আবাসন করে দেওয়া হবে। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগন ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাগন খাস জমি চিহ্নিত করনে সহায়তা করবেন। কোন ইউনিয়ন ভূমি কর্মকর্তা তথ্য গোপন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক নিজে গৃহ নির্মানের জন্য টিনের ব্যবস্থা করে দেওয়ার আস্বাস দেন। প্রতিটি ইউনিয়নের প্রকৃত ভূমিহীন গৃহহীনদের নামের তালিকা আগামী ২০ দিনের মধ্যে যাচাই-বাছাই করার নির্দেশ দিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম মজুমদারের সঞ্চালনা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসকাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সাধারন সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদি, মোঃ মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, মোঃ মানিক হোসেন প্রধানীয়া, মোঃ গোলাম মোস্তফা স্বপন, মোঃ সফিকুল ইসলাম মীর, মোঃ কবির হোসেন মিজি, মোঃ মনির হোসেন গাজী, মির্জা জলিলুর রহমান দুলাল, মোঃ রফিকুল ইসলাম মেলিটারী, মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু, মোঃ জাকির হোসেন লিটু।
ওই সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সাদেক, কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধরসহ বিভিন্ন ইউনিয়নের সচিবগন উপস্থিত ছিলেন।