বড় পর্দার অভিনেত্রী তানহা তাসনিয়ার অভিনীত বেশ কয়েকটি নাটক এবার কোরবানির ঈদে দর্শকদের মন মাতাতে যাচ্ছে।
ঈদকে সামনে রেখে এরমধ্যেই বেশ কয়েকটি একক নাটকের শুটিং করেছেন তানহা তাসনিয়া।
ফারিয়া হোসেনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ঈদ নাটক ‘বউ বদল’ এ অভিনয় করছেন তানহা তাসনিয়া। এই নাটকে আরও অভিনয় করছেন মুনিরা আখতার মিঠু ও শামীম হাসান সরকার। নাটকটি এই ঈদে বাংলা ভিশন টেলিভিশনে প্রচার করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে তানহা তাসনিয়া দৈনিক সময়ের কন্ঠকে বলেন, আশা করি বউ বদল নাটকটি দর্শকদের মন ছুয়ে যাবে। তিনি আরও বলেন আমার অভিনীত প্রত্যেকটি নাটকের সংলাপ অত্যান্ত সুন্দর যা ঈদে নাটক গুলো প্রচুর দর্শক টানতে সক্ষম হবে।
প্রজন্মের বাংলা চলচ্চিত্রের দর্শক জনপ্রিয় চিত্রনায়িকা তানহা তাসনিয়া। রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায়না তারে’ চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু, তারপর শফিক হাসানের ‘ধুমকেতু’ এবং জাকির হোসেন রাজু’র ‘ভালো থেকো’ সিনেমাতে অভিনয় করছেন। এতদিন সিনেমা নিয়ে থাকলেও বর্তমানে নাটকে বেশ ব্যস্ততা সময় পার করছেন। প্রথমবারের মতো ছোটপর্দার দুই সুপারস্টার মোশাররফ করিম ও আফরান নিশোর সঙ্গে কাজ করলেন।বড় পর্দার পাশা পাশি ছোটপর্দায় এখন ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।