প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার কাছিয়াড়া মহিলা মাদ্রাসা মাঠে মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেককে এগিয়ে যাওয়ার ল্েয নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। এর থেকে আমরাও বাইরে নই। এর থেকে মুক্ত থাকতে হলে নিজেদের আরো বেশি সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন হলেই জাতিকে জঙ্গিবাদ থেকে মুক্ত করা সম্ভব। কিন্তু একটি চক্র আমাদের সমাজকে অস্থিতিশীল করতে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করছে। তারা এতটাই বিভ্রান্ত হচ্ছে যে, তারা নিজেদের জীবন নিজেরাই শেষ করছে। তাই এসব থেকে তাদের দূরে রাখতে আমাদের প্রত্যেককে নিজেদের পরিবারের প্রতিটি সদস্যের বিষয়ে খোঁজ খবর রাখতে হবে। এছাড়া বাল্য বিয়ের বিষয়েও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন, উল্লেখিত বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধের কথা ভুলে গেলে কেউই রা পাবো না। কারণ জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধগুলোর কারণে শুধুমাত্র ওই পরিবারই তিগ্রস্ত হয় না, তার আশেপাশের লোকজনও কোনো না কোনোভাবে তিগ্রস্ত হয়।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসকাবের সম্পাদক নুরুন্নবী নোমান উপস্থিত ছিলেন। কাছিয়াড়া মহিলা মাদ্রাসার অধ্য মাওঃ জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র-১ খলিলুর রহমান, প্যানেল মেয়র-২ মোহাম্মদ হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান পাটওয়ারী, সদস্য সচিব জহিরুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সদস্য মনির হোসেন এবং রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্য মিজানুর রহমান খন্দকার।