বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মতলব উত্তরের কৃতি সন্তান জেনারেল আজিজ আহমেদ ১৭ জানুয়ারি রোববার মতলব উত্তরের দক্ষিণ টরকী গ্রামে আসছেন।
উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রাম আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করবেন।
তিনি দুপুর ১২টা ৩০ সময় সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারযোগে আগমন করবেন। ১২টা ৩৫ মিনিটে আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র সম্পর্কে ব্রিফিং, দুপুর ১২টা ৪৫ মিনিটে ফলক উম্মেচন, ১২টা ৫০ মিনিটে মোনাজাত, দুপুর ১টার সময় নবনির্মিত হাসপাতাল পরিদর্শন, ১টা ৩০ মিনিটে আপ্যায়ন, দুপুর ২টার সময় বৃক্ষরোপন, দুপুর ২টা ১৫ মিনিটে প্রস্থান করবেন। উপরোক্ত সফর সূচীটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগিডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার (এসপিপি, এএফডাব্লিউসি, পিএসসি) নিশ্চিত করেছেন।
এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদের মতলব উত্তরে শুভাগমনে টরকী গ্রামবাসীর মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই মহতি কাজের জন্য মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস সহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।