১ এপ্রিল চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামী ১ এপ্রিল চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদপুর সফরকালে হাইমচরে স্কাউটসের ৬ষ্ঠ জাতীয় কমিউনিটি ডেভেলাপমেন্ট ক্যাম্প (কমডেকা)’র উদ্বোধন,কয়েকটি উন্নয়নমূলককাজের উদ্বোধন একই দিন বিকেলে তিনি চাঁদপুর স্টেডিয়ামে স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের ২৫ এপ্রিল চাঁদপুর সফর করেন। ওই সময় তিনি চাঁদপুর ১শ’ ৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রেরের ভিত্তিফলক উন্মোচন শেষে চাঁদপুর আউটার স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেন।
বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের ‘অন্যতম আধার’ মেঘনা অববাহিকার কোল ঘেঁষে, মনোরম এক প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত সমতল ভূমি হাইমচরের ‘চরভাঙ্গা’ এলাকায় এবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্কাউটস্-এর উদ্যোগে ‘৬ষ্ঠ জাতীয় কমডেকা’ কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প। এবারের কমডেকার থীম হচ্ছে : ‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং’।
হাইমচর উপজেলার ৩নং আলগী দণি ইউনিয়নের চরভাঙ্গা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে প্রায় ১’শ ২০ একর সমতল ভূমি জুড়ে হতে যাচ্ছে কমডেকার আয়োজন। ছয়দিনব্যাপী এ কমডেকা শুরু হবে ৩১ মার্চ থেকে। শেষ হবে ৫ এপ্রিল। তবে অংশগ্রহণকারী সকলে ৩০ মার্চ কমডেকার মাঠে এসে উপস্থিত হয়ে রিপোর্ট করবেন। ৩১ মার্চ থেকে শুরু হলেও পহেলা এপ্রিল এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদপুর জেলা স্কাউটস্ অফিস সূত্রে জানা যায়, এ কমডেকায় মোট অংশগ্রহণকারী হবে ৭ হাজার ৪’শ। এর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে অংশ নেবে প্রায় ৪’শ জন আর ৭ হাজার হচ্ছে বাংলাদেশের ৬৪টি জেলার স্কাউট, রোভার স্কাউট সদস্য ও কর্মকর্তাগণ। এই ৭ হাজারের মধ্যে সবচেয়ে বেশি অংশ নেবে চাঁদপুর জেলা থেকে। এর সংখ্যা হচ্ছে মোট ৮’শ। এর মধ্যে স্কাউট ও রোভার স্কাউট সদস্য হচ্ছে সাড়ে ৭’শ আর কর্মকর্তা হচ্ছেন ৫০ জন।
এদিকে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, হাইমচর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও হাইমচর আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
চাঁদপুর স্টেডিয়াম মাঠে গিয়ে দেখা যায় জনসভার স্থানে মঞ্চ তৈরীর কাজ শেষ পর্যায়ে রয়েছে। পুরো মাঠ জুড়ে দলীয় ব্যানার পোস্টারে টইটুম্বুর। এছাড়া চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর আগমন উপলে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ব্যানার, ফেস্টুন ও বিল্ড বোর্ড দিয়ে ছেয়ে রেখেছেন।
অপরদিকে প্রধানমন্ত্রীর চাঁদপুর আসছেন এই খবরে জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই সাথে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর সফল করার লে তৃণমূল পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁদপুর হাইমচর উপজেলায় ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপি এবার বাংলাদেশ স্কাউটসের বার্ষিক আয়োজন তথা কমডেকার পালনের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রীর সফরসূচির চূড়ান্ত না হওয়ায় কমডেকার কার্যক্রম পিছিয়ে যায়। অবশেষে সফরসূচি চূড়ান্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ এপ্রিল হাইমচরে কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বহুতল ভবনের ভিত্তিফলক স্থাপনসহ বেশকিছু উন্নয়ন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।
এদিকে শনিবার প্রধানমন্ত্রীর আগমন উপলে হাইমচরে কমডেকার স্থান ও রাস্তা-ঘাট পরিদর্শন করেন সরকারের উচ্চ পর্যায়ের একি টিম। এ টিমে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, স্কাউটের সমাজ উন্নয়ণ কমিশনার ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ শাহকামাল, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সজিত রায় নন্দী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা নির্বাহ অফিসার মো. মাকসুদুর রহমান, হাইমচর প্রেসকাবের সভাপতি খোরশেদ আলম প্রমূখ।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বাংলাদেশের খবরকে বলেন, ১ এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলার কাজ শুরু করেছি। ওই দিন চাঁদপুর শহরকে নিরাত্তার চাদরে ঢেকে দেয়া হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি প্রসঙ্গে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল বাংলাদেশের খবরকে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় চাঁদপুর স্টেডিয়ামে প্রায় ২ লাখ লোকের জনসমাগম হবে।