২১ ফেব্রুয়ারি, ২০২৩,খ্রিঃ সময়: ০৯.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ)/মোহাম্মদ আব্দুল আজিজ, বিপি-৮৮১৭২০১৬২১ (), মোবাইল :০১৮২৩-৬১৯১৬৮; ,কর্মক্ষেত্রের ঠিকানা: , উপজেলা/থানা- হাজীগঞ্জ, জেলা -চাঁদপুর, বাংলাদেশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় অভিযান পরিচালনা করিয়া ০৭(সাত) কেজি গাঁজা, মূল্য অনুমান ১,৪০,০০০/-(এক লক্ষ চল্লিশ হাজার) টাকাসহ মোঃ পাবেল আহম্মেদ @ ফয়সাল(২৬), পিতা-শাহিন মিয়া, মাতা-পারভিন বেগম ,স্থায়ী: গ্রাম- ধর্মপুর (০৩নং দূর্গাপুর) (উত্তর পাড়া, আবু তাহেরের বাড়ি, দূর্গাপুর ইউনিয়ন) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- সাতরা (উত্তর পাড়া, টেইলার্স রিয়াজের ভাড়াটিয়া, দূর্গাপুর ইউনিয়ন) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, বাংলাদেশকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।