মোহাম্মদ কামাল হোসেন
হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা মন্ডপে হামলার ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে নিহতদেরকে সমবেদনা জানাতে বাংলাদেশ ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী চাঁদপুরের হাজীগঞ্জে আসেন। আজ সকাল ১০ টায় প্রথমে হাজীগঞ্জ ক্ষতিগ্রস্ত লক্ষীনারায়ন জিউর আখড়া ও রামকৃজ্ঞ মিশন পরিদর্শন শেষে পুলিশের গুলিতে নিহত আল আমিন, হুদয় ফজলুল হকের পরিবারকে সমবেদনা জানান। এসময় ডা.জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদেরকে বলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এখনই পদত্যাগ করা উচিত। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অত্যান্ত ভালো মানুষ। তার মতো মন্ত্রীকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তরা বোকা বানিয়ে দিয়েছে। আমাদের গোয়েন্দাবাহিনী ভারতের গোয়েন্দা বাহিনীর পদস্থ কর্মচারী । আমাদের গোয়েন্দাবাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে আমরা সকল নিরাপত্তার ব্যবস্থা করেছি কিন্তু বস্তবে তা করেনি। তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সকল মসজিদের ইমামদেরকে হুকুম করা উচিত ইমাম সাহেবরা যেনো মাইকে বলেন হিন্দু-মুসলমান ভাই ভাই । সরকার ক্ষতিগ্রস্ত প্রতিটি মন্দিরে অনুদান দেওয়া উচিত। সরকার যে মাদ্রাসা গুলোকে ৫ হাজার কোটি টাকা দিয়েছে সেখানে এ বিজ উৎপত্তি হয়েছে। সরকার হিন্দু-মুসলমানকে বাচাঁতে পারেনি। সরকারের এখন সময় এসেছে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করা।
বাংলাদেশ ভাসানী অনুসারী পরিষদের মহসচিব নজরুল ইসলাম বাবু বলেন এদেশে একটি গণঅভ্যুত্থান আসন্ন। আমরা চেষ্ঠ করতেছি এ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে উথখান করার জন্য। ঠিক এই সময় মানুষের দৃষ্টি অন্যখাতে নেওয়ার জন্য সরকার জামায়া-হেফাজতকে মাঠে নামিয়ে হিন্দুদের মন্দিরে হামলা করিয়েছে। এ পরিস্থিতির জন্য জামায়াত ও সরকারি দলের লোকেরা জড়িত। এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শরীফ চেীধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহ উদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পদক এনায়েত মজুমদারসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।