চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুর পৌরসভা নির্বাচনে পুনঃনির্বাচিত মেয়র নাছির উদ্দিন আহম্মদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়গণ।
গত বুধবার সকালে মেয়রের অফিস কক্ষে ক্লাবের সভাপতি মনোয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর নেতৃত্বে সদস্যরা ক্লাবের প্রধান উপদেষ্টা নাছির উদ্দিন আহম্মদকে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টিমুখ করান। এ সময় সাবেক খেলোয়াড়দের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রাক্তন খেলোয়াড়রা হচ্ছেন চাঁদপুরের ঐতিহ্য। তারা চাঁদপুরসহ বিভিন্ন জেলায় অনেক সুনাম অর্জন করেছেন। এবারের নির্বাচনে খেলোয়াড়সহ সকল পৌরবাসীই আমাকে সমর্থন দিয়ে পুনঃনির্বাচিত করেছেন। সেজন্যে আমি সকলের কাছে ঋণী। তিনি আরো বলেন, পৌরবাসীর সকল উন্নয়ন কর্মকাণ্ডে আমাকে সবসময়ই কাছে পাবেন। যারা আমার নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি মুনাফ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর পাটওয়ারী, সাবেক ফুটবলার অমল দত্ত, অমিয় রায় ঝন্টু, দেবু সাহা, মফিজ, ক্লাবের সদস্য ও চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর নাছির চোকদার, ক্লাব সদস্য সোহেল আহম্মদ, কাজী বেনজীর আহমেদ বেনু, হারু ঘোষ, আনোয়ার মাঝি, গোবিন্দ সাহা, দেলোয়ার বেপারী, জসিম পাটওয়ারী, রাখাল দত্ত, নাছির মিয়া, হানিফ বকাউল, হারাধন, আমিন মোল্লা, মহসিন পাটওয়ারীসহ ক্লাব সদস্যরা।