বিয়ের তিন দিন পর গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আনলেন বাংলাদেশ দলের ক্রিকেটার সানজিদা ইসলাম। তা দ্রুতই ভাইরাল হয়ে গেল ফেসবুক দুনিয়ায়।
হলুদের সাজে মাঠে গিয়ে সানজিদা তুলে নেন ব্যাট। খেলেন কাভার ড্রাইভ, পুল। হলুদ সন্ধ্যা শুরুর আগে করা ফটোশুটের সেই ছবি ছড়িয়ে পড়েছে ক্রিকেটভক্তদের ফেসবুক ওয়াল, স্টোরি-ইনবক্সে।
২৪ বছর বয়সী ক্রিকেটার সানজিদা বিয়ের পিঁড়িতে বসেন গত শনিবার। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটারকেই। সানজিদার স্বামী মীম মোসাদ্দেক রংপুর বিভাগীয় দলের ক্রিকেটার।
মাঠেই দুজনের পরিচয়। ফোন কল, মেসেঞ্জারে চলতে থাকে যোগাযোগ। বাড়তে থাকে ঘনিষ্ঠতা। ছয় বছর প্রেমের পর শুভ পরিণয়। একই ভুবনের দুজন গাঁটছড়া বেধেছেন পরিবারের সম্মতিতে।
২০১৪ সালে বিকেএসপি জীবন শেষে বাড়ি ফিরে রংপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করেন সানজিদা। সেখানে নিয়মিত অনুশীলন করতেন মীম। পরিচয়টা তাদের ক্রিকেট মাঠেই। একজন আরেকজনকে ভালোভাবে বোঝার পর হয় মন দেয়া-নেয়া। বিয়ের মাধ্যমে সেটি পেল পূর্ণতা।
সানজিদা বাংলাদেশের টপঅর্ডার ব্যাটার। ওয়ানডে খেলেছেন ১৬টি, টি-টুয়েন্টি পঞ্চাশের অধিক (৫৪)। ২০১২ সাল থেকে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছেন।