সকল জল্পনা কল্পনার পরে আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম। তিনি জেলা আওয়ামী লীগের শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি মনোনীত প্রার্থী বরাবর হস্তান্তর করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক পিংকু বিষয়টি নিশ্চিত করেন।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ২১ অক্টোবর বৃহস্পতিবার রাতে মাসুম ভূঁইয়াকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এদিন বিকেল ৪টায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মী মনোনয়নপত্র কিনেছেন।এদের মধ্যে তৃণমূলমূল থেকে কেন্দ্রে পাঠানো তালিকায় মাসুম ভুঁইয়ার নাম এক নম্বরে ছিলো বলে জানা গেছে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক (১৯৭৭-২০০৩) কোষাধ্যক্ষ মরহুম কামাল উদ্দিন ভুঁইয়ার সন্তান মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ১৯৮৯ সনে পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে আওয়ামী রাজনীতিতে নিজেকে প্রথম তুলে ধরেন। পরে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি হন। পরবর্তীতে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ২০০৫ সন থেকে বর্তমান পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলছেন।
লক্ষ্মীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া গত দেড় বছরে পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে করোনাভাইরাস জনিত কারণে চার হাজারের বেশি কর্মহীন মানুষকে নানানভাবে সহযোগিতা করেন এছাড়া বহু বছর ধরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সাধারণ মানুষের কল্যাণে সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে চলেছেন।
জানা যায়, গত ১৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষনা দেয়ার পরে ১৬ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এতে ২০ অক্টোবর বুধবার বেলা ১২টার পর থেকে নেতাকর্মীদের বহর নিয়ে একে একে মেয়র পদে ফরম জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা ১২ নেতা। তারা হলেন- জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বদরুল আলম শাম্মী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও জেলা শ্রমিক লীগ আহ্বায়ক মামুনুর রশীদ।
১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে বর্তমানে প্রথম শ্রেনির এ পৌরসভায় আগামী ২৮ নভেম্বর মেয়র ও কাউন্সিল পদে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। আসছে ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর এবং ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।