শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকর জাতীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এর পক্ষে শাহরাস্তি পৌর সভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র হাজী আবদুল লতিফ। ১৪ ই অক্টোবর শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে তিনি পৌরসভার সবকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মেহার কালীবাড়ী পূজামন্ডপ, পালপাড়া পূজামন্ডপ, উপজেলা বর্ধন বাড়ী পূজামন্ডপ, চিকুটিয়া পূজামন্ডপ, উপলতা ঠাকুর বাড়ী পূজামন্ডপ, সাহাপুর চৌধুরী বাড়ী পূজামন্ডপ,ও নাওড়া ঠাকুরবাড়ী পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি।
ওই সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্দে ইরান, থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম আনোয়ার. আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান বেপারী প্রমুখ।
এ সময় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর এর পক্ষে অনুদান প্রদান ও পৌর মেয়র হাজী আবদুল লতিফের পক্ষে পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়।