মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলে নড়াগাতী থানা পুলিশের প্রচেষ্টায় ছয় জন কথিত ম্যাগনেট ব্যবসায়ীকে আটক।
বুধবার রাতে দক্ষিন যোগানিয়া একটি বসত বাড়ী থেকে তাদের আটক করা হয়। খুলনা জেলার ফুলবাড়ীগেট এলাকার আকবার সরদারের ছেলে মাজাহার সরদার (৪৫), দৌলতপুর জেলার দেয়ানা এলাকার মৃত আঃ রবের ছেলে আঃ রহিম (৪০), একই এলাকার মৃত শামছুর রহমানের ছেলে আনিচুর রহমান (৬৫), নড়াগাতী থানার দক্ষিন যোগানীয়া গ্রামের অকু শেখের ছেলে কামরুল ইসলাম (৪২), একই গ্রামের জিকু শেখের ছেলে মাহাবুর শেখ (৫২) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার কুশালী গ্রামের দিদার শিকদারের ছেলে ফয়েজ শিকদার (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, ভূগর্ভস্থ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর পিলার ওঠানোর জন্য তারা কবিরাজসহ নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া কামরুল এর বাড়ীতে জড়ো হয়।
নড়াগাতী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কামরুলের বাড়ীতে কিছু অপরিচিত লোক অবস্থান করছে।
নড়াগাতীর অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নির্দেশনায়
এস আই মকবুলের নেতৃত্বে পুলিশের চৌকস দল তাদের আটক করে।
বৃস্পতিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামের আদালতে হাজির করলে, বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমান করেন।