ঝালকাঠি: ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমা গাইন(১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সুমা বিনয়কাঠী হাজেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও কালিয়ারগোপ এলাকার গবিন্দ গাইনের মেয়ে।
শনিবার দুপুরে বিদ্যালয় কম্পাউন্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সুমা।
সুমার সহপাঠী লাবনী আক্তার বাংলানিউজকে জানায়, বিদ্যালয়ের টিউবয়েলের সঙ্গে পানির পাম্পের সংযোগ ছিল। পাম্পের সংযোগের মাধ্যমে টিউবয়েলটি বিদ্যুতায়িত হয়। দুপুরে সুমা ওই টিউবয়েলে পানি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুব্রত পাল সুমাকে মৃত ঘোষণা করেন। – See more at: https://www.banglanews24.com/beta/fullnews/bn/294841.html#sthash.xRFCUtis.dpuf