আমার কণ্ঠ রিপোর্ট
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় সমর্থিত প্রার্থী না থাকায় জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনির বিজয় নিশ্চিতে জেলা আওয়ামীলগের নেতাকর্মীরা ঔক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে। সম্প্রতি জেলা বিভিন্ন উপজেলায় বর্তমান ও সাবেক এমপি বা মন্ত্রীরা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে ওচমান পাওয়ারীর বিজয় নিশ্চিত করার জন্য নির্দেশ দেন। মতলব উত্তর একই সূর। জেলা পরিষদ চেয়াম্যান প্রার্থী আলহাজ¦ ওচমান পাওয়ারী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জেলার প্রতিটি উপজেলায় চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। দিন যতই ঘনিয়ে আসছে ওচমান পাওয়ারীর পক্ষে ভোটের হিসাব সহজ হচ্ছে। তার বিজয় নিশ্চিত হওয়ার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সরকারের সামাজিক উন্নয়ন কাজে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই এসব পরিষদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আপনারা চাঁদপুর জেলা পরিষদ একটি শক্তিশালী পরিষদ হিসাবে গড়ে তুলতে যোগ্য প্রার্থীদেরকে সমর্থন জানাবেন।
তিনি বলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে ওসমান গনি পাটওয়ারী প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি বিগত দিনেও জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর যোগ্য নেতৃত্ব প্রশংসিত হয়েছে। তাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবানও করেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।
মতল উত্তর সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেছে এবং সকল কে বলে দিয়েছে আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারীকে বিজয়ী করেত হবে।
এছাড়াও প্রতিটি উপজেলা ও স্থানীয় নেতারা ওচমান পাওয়ারীর বিজয়ের জন্য মাঠ পর্যায়ের ভোটারদের নির্দেশ দিয়েছে।
এদিকে প্রতিটি উপজেলার পৌরসভা ভোটার এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে এ প্রতিনিধির (নাম গোপন রাখার স্বার্থে) কথা হলে তারা বলেন অতীতে আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী আমাদের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে। তার কাছে যে কোন বিষয় নিয়ে গেলে আমরা খালি হাতে আসিনি। আমরা সব সময় সকল ধরণের সহযোগিতা পেয়ে আসছি। আগামীতেও আমরা তাঁকে ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বানাবো। তারা বলেন অন্য যে প্রার্থী রয়েছে তাকে আমরা চিনিনা। সে কখনো আমাদের সাথে কোন কাজে যুক্ত ছিল না। তাই আমরা তাকে ভোট দেওয়ার কোন প্রশ্নেই আসে না। আমরা আলহাজ¦ ওচমান পাওয়ারীকে ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে চাই।